বৃত্তি পরীক্ষায় ব্রাহ্মণপাড়ার নাগাইশে ড্রিমস্ চাইল্ড কেয়ার একাডেমির সাফল্য

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

গাজী রুবেলঃ
গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বাজিমাত করেছে ড্রিমস্ চাইল্ড কেয়ার একাডেমি। সারা বাংলাদেশে শ্রেষ্ঠ ১৬ জনের মেধাতালিকায় ড্রিমস্ চাইল্ড কেয়ার একাডেমির ২ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৪ জন মেধায় (ট্যালেন্টপুল) এবং ৩ জন শিক্ষার্থী সাধারণ এবং ৪ জন বিশেষ বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের ভাল ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা খুব খুশি হয়েছে। তারা এমন সাফল্যে উল্লাসিত।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, বরাবরের মতো এবারও শিক্ষার্থীরা ভাল ফলাফলের মাধ্যমে এ বিদ্যালয়ের সুনাম ধরে রেখেছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সুন্দর একটি পরিবেশ এখানে বিদ্যমান। এবছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় ড্রিমস্ চাইল্ড কেয়ার একাডেমির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করে। যার কারণে সেরা ফলাফল অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি । তাদের এই অর্জনে ড্রিমস্ চাইল্ড কেয়ার একাডেমির সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিবাভকদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।।

  • ব্রাহ্মণপাড়া