বুড়িচংয়ে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও প্রদর্শনী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী গত ১৯ অক্টোবর উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। র‌্যালী শেষে উপঝেলা কমপ্লেক্স চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মামুনুর রহমান সুমন ছাত্রছাত্রীদের সামনে হাত ধোয়ার বিভিন্ন দিক প্রদর্শন করে দেখান এবং বলেন সুন্দর ও উত্তম নিয়মে হাত ধৌত করলে আমরা সকলে প্রায় ২০টি বিভিন্ন রোগের তা থেকে রক্ষা পেতে পারি। “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ হোসেন অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম খন্দকার, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আবদুর রহিম, বুড়িং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন প্রমুখ।

  • বুড়িচং