বুড়িচংয়ে বর্ষাকালে ফুলকপি চাষ করে সাফল্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

ফুল কপি মূলত: শীতকালিন এক সবজি। আমাদের দেশে শীতকালে এই সবজির চাষ হয়। কৃষকরা শীতকালেই ফুল কপি,বাধা কপির চাষ করে থাকে। বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক সোহেল রানা। তিনি বর্ষাকালে ফুল কপির চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। বাজারে ফুল কপির ভালো চাহিদা থাকায় বেশি দামে বিক্রয় করতে পারছেন। বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আফরিনা আক্তার বর্ষাকালে ফুলকপি চাষের করার খবর পেয়ে গত ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে কৃষক সোহেল রানার জমি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বর্ষাকালে ফুলকপির চাষ করে সাফল্য অর্জন করায় কৃষক সোহেল রানার প্রশংসা করেন এবং সহযোগীতা করার আশ^াস প্রদান করেন। আধুনিক পদ্ধতিতে স¦য়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করে নিজের জমিতে চারা রোপন করেন সোহেল রানা। চারা রোপন করার ৬০ দিনের মধ্যেই ফল সংগ্র করেছে। কৃষক সোহেল রানা জানান, বর্ষাকালে ফুলকপির চাষ করে সে সাফল্যতা অর্জন করেছে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও অনেক ভালো পাচ্ছে।

  • বুড়িচং