বুড়িচংয়ে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সভা ও উপকরণ বিতরণ

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করুন প্রকল্পের আওতায় সমৃদ্ধ নিরাপদ আসল গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গত ৬ মে সকালে বুড়িচং উপজেলা কৃষি অফিসের হলরুমে কষৃক/কৃষাণী প্রশিক্ষণ,সামাজিক সভা ও উপরকরণ বিতরণ করা হয়েছে। বুড়িচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক পিপি শেখ আজিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মজিবুর রহমনা। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বøকের কোরপাই গ্রামকে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। কোরপাই গ্রামের নির্ধারিত প্রতিটি বসতবাড়িতে সরেজমিন গিয়ে পুষ্টি বাগানের রূপান্তরের উদ্দেশ্য মাইকিং করা হয়। ৭৮টি পরিবারের মাঝে সবজি বীজ, ফলের চারা,মসলার চারা,ভেষজ চারা,জৈব ও অজৈব সার, নেট,ঝাঝরি ও সাইনবোর্ড বিতরণ করেছি। এছাড়া ১০টি একক ও মিশ্র ফল বাগান স্থাপনের নিমিত্তে ফলের চারা,সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়। কৃষিক উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় কৃষকদের ২দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

  • বুড়িচং