বুড়িচংয়ে পুকুর নিয়ে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের প্রতারণার অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে পুকুর নিয়ে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ছোট ভাই হাজী মনির উদ্দিন গত ১৫ এপ্রিল বড় ভাই আবুল কাশেম ও মোঃ ইউসুফের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সদরের মরহুম শামসুল হক হাবিলদারের ছেলে হাজী মনির উদ্দিন (৪৫) দীর্ঘদিন প্রবাসে কাটান। প্রবাস থেকে দেশে এসে জীবিকা নির্বাহের জন্য আপন বড় ভাই আবুল কাশেম (৬০) সহ অন্যান্য ভাইদের নিকট থেকে বাড়ির পশ্চিম পাশের পৈত্তিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পুকুর ৩ বছরের জন্য লিজ নেয়। লিজ নিয়ে ২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ে পুকুরে। অপর দিকে বড় ভাই আবুল কাশেম পুকুর লিজ দেওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তার পুকুরের অংশ পার্শ্ববর্তী জগতপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৪২) এর নিকট বিক্রয় করে দেয়। ইউসুফ মিয়া তার ক্রয়কৃত পুকুরের অংশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ভরাট করতে শুরু করে। এতে ছোট ভাই মনির উদ্দিন বাঁধা প্রদান করলে বড় ভাই আবুল কাশেম ও ইউসুফ মিলে পুকুরের লিজ গ্রহিতা ছোট ভাই মনিরকে মারধর করে খুন জখম করবে এবং পুকুরের মাছ মেরে ফেলার হুমকি ধমকি প্রদান করে। এ বিষয়ে হাজী মনির উদ্দিন বলেন, আমি এই পুকুর আমার ভাইদের কাছ থেকে ৩ বছরের জন্য লিজ নিয়েছি। আমার পুকুরের লিজের মেয়াদ শেষ হওয়ার আগে আমার বড় ভাই আবুল কাশেম তার পুকুরের অংশ কাউকে না জানিয়ে পাশের গ্রামের ইউসুফের কাছে নাকি বিক্রি করে দিছে। ইউসুফ আমাকে না জানিয়ে মাছ সহ আমার পুকুর ভরাটের জন্য অবৈধ ড্রেজার লাগায়। পরে বাঁধা দিলে ড্রেজারের মাটি গুলো পাশে জমিয়ে রাখে। এখন যদি পুকুর ভরাট করে তাহলে আমার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে। তাই আমি বাধ্য হয়ে বুড়িচং থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে জানতে বড় ভাই আবুল কাশেমকে মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমি তাদেরকে ডেকেছি। কিন্তু শেষ করতে পারি নাই। পরে তারাও নাকি আবার থানায় অভিযোগ করেছে।

  • বুড়িচং