বুড়িচংয়ে ধরণীকে বজ্রপাতের থেকে রক্ষায় তালের আটি রোপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

“ধরণীকে বজ্রপাতের হাত থেকে রক্ষার ক্ষুদ্র প্রয়াস, তালের আটি রোপন করি বজ্র পাতের হাত থেকে দেশকে রক্ষা করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তাল গাছের আটি রোপন অভিযান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী । তালের আটি রোপন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম, মোঃ জাকির হোসেন সাংবাদিক।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ।

  • বুড়িচং