গত ২০ জানুযারী রাতে ৩টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সোনার বাংলা কলেজ সংলগ্ন এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ডাকাত আটক করা হয়েছে। বুড়িচং থানা সূত্রে জানা যায়, বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়ন ভরাসার সাকিনস্থ সোনার বাংলা কলেজ সংলগ্ন বুড়িচং-কোতয়ালী সীমানা কালভার্টের উত্তরে রাস্তার পশ্চিম পাশে ঝুপড়ির পিছনে খালি জায়গায় ২০ জানুযারী রাত ৩টায় ৯/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া দিক-বেদিক পালানোর চেষ্টা করে এবং গ্রেফতার এড়ানোর জন্য পুলিশের সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান করে ও পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। ডাকাত দলের গুলিতে কনস্টেবল মোঃ আরাফাত হোসেন গুরুতর আহত হয়। তখন ডাকাত দল গ্রেফতার এড়ানোর জন্য তাদের দখলে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডাকাতদের দলের সদস্য কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধরানীপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মুছা মিয়া (২৬) ও একই জেলার আর্দশ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মোলাবাড়ীর আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) দ্বয়ের পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন পুলিশের জানমাল রক্ষার্থে কনস্টেবল জমির উদ্দিন তাহার নামে ইস্যুকৃত শর্টগান দ্বারা ৫(পাঁচ) রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করিলে ডাকাত দলের অজ্ঞাতনামা ৭/৮ জন সদস্যগন দিক-বেদিক দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে আহত ডাকাতরা কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার জানান, তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হেেয়। বুড়িচং থানার মামলা নং-১২।