বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৩-২৪ মৌসূমে- বোরো ধান (হাইব্রিড), বোরো ধান (উফসী), ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আফরিনা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলো পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাদ হায়দার। অনুষ্ঠানের শুরুতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষক/কৃষাণির মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করেন।

  • বুড়িচং