বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের হামলায় এক নারী আহত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের হামলায় মোসাঃ নাজমিন আক্তার নামে এক নারী আহত হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুড়বুড়িয়া গ্রামের হারুনুর রশিদের বাড়ীতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কালো মুখোশধারী কিশোর কৌশলে তার বাড়িতে গিয়ে স্ত্রী মোসাঃ নাজমিন আক্তারকে দরজা খোলার জন্য বলে। নাজমিন আক্তার যখন বলেন কে।তখন বাহির থেকে বলে যে আন্টি আমি রাব্বী। নাজমিন আক্তার তার ছোট ছেলে বন্ধু রাব্বী মনে করে দরজা খোলার সাথে সাথে ছন্দবেশি রাব্বী তাকে ছুরি দিয়ে আঘাত করে। তিনি হাত দিয়ে প্রতিহত করতে গেলে ছুরি আঘাতে তার হাত কেটে যায়। এসময় নাজমিন আক্তার মুখোশধারী কিশোরের মুখোশ খোলার চেষ্টা করে দেখতে পায় সে পাশের বাড়ীর আয়ুইব আলীর ছেলে মোঃ জীবন এবং ঘরের বাহিরে আরোও কয়েকজন কিশোর দাঁড়িয়ে আছে। তখন তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে পাড়া প্রতিবেশিরা ছুটে আসলে মুখোশধারী কিশোর গ্যাং পালিয়ে যায়। অভিযুক্ত জীবনের বাড়িতে গিয়ে দেখা যায়। জীবন বাড়িতে নেই। ঘটনার পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। কেউ তাকে আর এলাকায় দেখতে পায় নি। আহত নাজমিন আক্তারের স্বামী হারুনুর রশিদ বলেন, আমার স্ত্রী ও ছোট মেয়ে বাড়ীতে একা বসবাস করছে। তাই পরিকল্পিতভাবে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমি এলাকার সাহেব সর্দারদের নিকট সহযোগীতা না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি। বুড়িচং থানার অফিসার ইনর্চাজ আবুল হাসানাত খন্দকার বলেন, এই বিষয়ে আমার জানা নেই।

  • বুড়িচং