বুড়িচংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাটি উত্তোলন বন্ধে অভিযান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

দীর্ঘ দিন ধরে গোমতী নদী থেকে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয় করছে একটি চক্র এবং সেই সাথে নদীর বেড়িবাঁধের উপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অবাধে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছে নদীর বেড়িবাঁধ। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাটি কাটা বন্ধ করার জন্য গত মঙ্গলবার বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ ছামিউল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, কার্য সহকারী নাছির উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ বুড়িং উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া থেকে শুরু করে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে বেড়িবাঁধের ড্রাইভারশন বন্ধ করে দেয় এবং অবৈধ স্থাপনা দোকান পাট উচ্ছেদ করেন। উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ ছামিউল ইসলাম বলেন, গোমতী নদী থেকে মাটি এবং বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ভবিষ্যৎতে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে বুড়িচং উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং