বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত বৃহস্পতিবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সচিব, বর্তমান প্যানেল চেয়ারম্যান, মেম্বারগণ, সংরক্ষিত মহিলা মেম্বারগণ এবং বুড়িচং সদর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক মেম্বারগন ও গনমাধ্যম কর্মীরা। বাজেটে নিজস্ব তহবিলের আয়- ৪৭,৬৯,৬৭০ টাকা এবং উন্নয়ন তহবিল- ১,১৩,৮২,৯০০ টাকা। নিজস্ব তহবিলের ব্যয় ৪৭,৬৯,৬৭০ টাকা এবং উন্নয়ন তহবিলের ব্যয়-১,১৩,৮২,৯০০। সর্ব মোট= ১,৬১,৬২,৯০০ টাকা ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে বক্তারা বুড়িচং সদর ইউনিয়ন এর উন্নয়ন নিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন। বাজেট বক্তব্যে বর্ষিয়ান রাজনীতিবীদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যন আলহাজ্জ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, জনগণের সেবা করার অঙ্গীকার নিয়ে আমি চেয়ারম্যান হয়েছি। আমি নাগরিক সেবাগুলো ফ্রি করে দিয়েছি।গ্রামে গ্রামে সিটিজেন চার্টার টানিয়ে দিয়েছি, যাতে জনগণ সিটিজেন চার্টার সম্পর্কে জানতে পারে। বুড়িচং সদর ইউনিয়ন এর জনগণ যেন দ্রত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা পায় সে ব্যাপারে আমি বদ্ধপরিকর। ইউনিয়ন এলাকার সুষম উন্নয়নে কাজ করে যাচ্ছি।আমি এলাকার সকল জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করি।
প্রধান অতিথি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে উপস্থিত জনতার বিভিন্ন দাবী-দাওয়ার উপর সরকারি বিধি মোতাবেক সহযোগীতা করার আশ্বাস দেন।

  • বুড়িচং