বুড়িচং বাকশীমূল ইউনিয়নে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৪ মার্চ ২০২৩) শনিবার বিকেলে বুড়িচং থানার উদ্যোগে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন। পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল করিম ঠিকাদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওসি (তদন্ত) কবির হোসেন।অনুষ্ঠানটি শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোমিনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক আব্দুল ওহাব সুবেদার,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার। বক্তব্য রাখেন বাংলাদেশ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের বুড়িচং উপজেলা সভাপতি মোঃ লিটন রেজা মেম্বার,প্রভাষক মাহাবুব আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,উপজেলা যুবলীগের সদস্য এইচ এম মোস্তাফা কামাল ,এসআই আব্দুল বাতেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, ইসলাম,জামালুল কবির সাবেক মেম্বার,এ এস আই আমিনুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন
প্যানেল চেয়ারম্যান রাকিবুল ইসলাম,আবুল কাশেম মেম্বার,রিপন খান মেম্বার,মানিক মিয়া মেম্বার, শাহাদাত হোসেন মেম্বার,মানবাধিকার কর্মী মির্জা তৌফিক।বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে তারিকুল ইসলাম,আবুল খাইরুল বাশার,আব্দুল বারেক,তারা মিয়া,ফয়েজ আহমেদ,অবসরপ্রাপ্ত পুলিশ ফজলু ও আনু মিয়া।এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিক, সরকারি চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওসি ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আছি।মাদক ও সন্ত্রাস রোধ করতে হলে সকলের সহযোগীতা ও তথ্য দিয়ে এগিয়ে আসতে হবে।তিনি আরো বলেন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের সাথে কোন আপোষ নাই।আমি কথা দিলাম মাদক সিন্ডিকেটের মূলহুতাকেও আইনের আওয়তায় আনা হবে।

ওসি তদন্ত কবির হোসেন বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।বিট পুলিশিং মাধ্যমে সাধারণ মানুষের সাথে পুলিশের বন্ধুত্ব সৃষ্টি হয়, এতে সাধারণ মানুষও বিভিন্ন তথ্য দিতে সাহস পায়। সকলে মিলেমিশে এই সমাজের অপরাধ নির্মূল করতে হবে।অনুষ্ঠানের সভাপতি আবদুল করিম চেয়ারম্যান বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের প্রয়োজন।পাশাপাশি এই সমাজ থেকে মাদক রোধ করতে হলে মাদক সাথে সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনতে হবে।আমি সকল বিষয়ে থানা ও প্রশাসনকে শতভাগ সহযোগিতা করব।

  • বুড়িচং