বুড়িচংয়ে রমজানের দৃষ্টিনন্দন ছাদ বাগান

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং থানা সংলগ্ন মোঃ সাইফুল ইসলাম রমজানের বাড়ী। তিনি দ্বিতল বাড়ীর ছাদে সৌখিনতায় গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন শখের বাগান। ব্যক্তিগত জীবনের প্রথম অংশে হার্ডওয়্যার ব্যবসা ও ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করেছেন। পরবর্তীতে জীবনের অনেকটা সময় গিয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত থেকে অত্র এলাকায় জ্ঞানের আলো বিতরণ করেছে। জীবন জিবিকার তাগিদে আবার ব্যবসায়ের সাথে সম্পৃক্ত হয়েছেন। ব্যবসার ফাঁকে শখের বশে নিজ বাড়ীর ছাদে উপর ড্রামের বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করেন এবং সবজি বাগান করেছেন। ফলের গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আম, জাম্বুরা, কমলা, মাল্টা, লেবু,শরিফা। সবজির মধ্যে রয়েছে টমেটো, বেগুন, মরিচ, পুঁইশাক, চালকুমড়া, মিষ্টিকুমড়া, লাউ, কলমিশাক। বাগানের মালিক মোঃ সাইফুল ইসলাম রমজান বলেন, তিন বছর পূর্বে ছাদ বগান করার ইচ্ছা হয়। সেই ইচ্ছার আলোকে এক এক করে বিভিন্ন প্রজাতির ফলের চারা ড্রামে রোপন করেছে এবং বিভিন্ন সবজির বীজ রোপন করে। এই ছাদ বাগান থেকে যে সবজি উৎপাদন হয়; এতে তার সংসারের চাহিদা পুরণ হয়। বিভিন্ন প্রজাতির ফলের গাছ থেকে মৌসুমী ফলের চাহিদাও পুরন হয়। ছাদ বাগান করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগীতা করেছেন কুমিল্লা হটিকালচার অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবির এবং বুড়িচং কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এই ছাদ বাগানের সার্বক্ষনিক দেখা শুনা করেন তার ছোট ভাই মোঃ নাজমুল হাসান তাপু এবং বড় ছেলে হাফেজ মোঃ সিফাতুল্লা সিয়াম। তিনি আরোও বলেন, প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ীর ছাদে এবং বাড়ির আঙ্গিনায় সবজির বাগান করতে পারেন। এতে করে তাদের পারিবারিকভাবে সবজির চাহিদা পুরণ হবে।

  • বুড়িচং