বুড়িচংয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মাবনবন্ধন

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা বসুন্ধরা চত্বরে মানববন্ধ শেষে বিক্ষোভ মিছিল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ার বাছির খানের অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ করা হয়েছে। গত ১১জুন রোবার বিকালে কুমিল্লা-মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ইঞ্জিনিয়ার বাছির খানের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িচং উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমেদ। তিনি বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক জাহিদ হাসানের সাথে আলোচনা সাপেক্ষে তার ঠিকাদারী প্রতিষ্ঠান জাহিদ হাসান এন্টারপ্রাইজের নামে ১ কোটি ২০ লক্ষ টাকার কাজের টেন্ডার পিআইও অফিস থেকে নাছির আহমেদ ও আরিফুল হক রুবেল ক্রয় করে এবং এনআরবিসি ব্যাংকের বুড়িচং শাখাতে সিকিউরিটি মানি জমা প্রদান করেন। ট্রেন্ডার ক্রয় করার সময় জাহিদ হাসান কোন টাকা পয়সা দেয় নাই। তাই নাছির ও রুবেল ট্রেন্ডার প্রক্রিয়া করার যাবতীয় খরচ বহন করে ট্রেন্ডার জমা দেয়। পরবর্তীতে লটারির মাধ্যমে জাহিদ হাসান এন্টারপ্রাইজের নামে কাজটি পাওয়া গেলে জাহিদ হাসান অতি লোভের বশবতী হয়ে আত্মগোপনে চলে যায়। তারপর থেকে নাছির,জাহিদ ও রুবেলের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। তিনজনই যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খানের একান্ত অনুগত কর্মী হওয়ায় তাদের বিরোধ মীমাংসা করার জন্য তিনজনকেই তার অফিসে ডেকে আনে। তাদের মধ্যে সমঝোতা করে দেওয়ার চেষ্টা করে ইঞ্জিনিয়ার বাছির খান। তারপর থেকে জাহিদ হাসান বিভিন্ন কুচক্রি মহলের সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং একটি দৈনিক পত্রিকায় মিথ্যা সংাবদ প্রচার করে। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান বলেন, জাহিদ হাসান আমার একান্ত অনুগত কর্মী। তাকে আমিই ঠিকাদারী কাজ করার জন্য উৎসাহ দিয়ে লাইসেন্স করে দিয়েছি। উক্ত কাজটি তারা তিনজনে মিলেমিশে করার জন্য এবং তাদের মধ্যে সৃষ্টি হওয়া বিরোধ মীমাংসা করার জন্য আমার অফিসে ডেকে এনেছি। আমি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের বিশ^স্ত কর্মী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়েছি। আমাকে নিয়ে একটি কুচক্রি মহল দীর্ঘদিন সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন ও বিভ্রান্তি ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

  • বুড়িচং