বুড়িচংয়ে ব্রীজের এক পাশ মাটি দিয়ে ভরাট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ফকির বাজার সালদা নদী সড়কের বুড়িচং উপজেলার ফকির বাজার ও কালিকাপুরের মাঝামাঝি স্থানে অবস্থিত ছেড়ার ব্রীজের পশ্চিম পাশ ভরাটের ফলে বর্ষায় ভারত থেকে নেমে আশা পাহাড়ী ঢলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। সরেজমিনে জানা যায়- আসছে ভরা বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারত সীমান্তবর্তী সড়কের পূর্ব পাশের গ্রাম আনন্দপুর, জঙ্গলবাড়ী, পাহাড়পুর, মনোহরপু গ্রামবাসী সবচেয়ে বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকার সচেতন জনগণ। পাশর্^বর্তী গ্রামের পানি উক্ত ব্রীজের নীচ দিয়ে প্রবাহিত হয়ে বিগত দিনে ঘুংগুর নদীতে পতিত হয়ে আসছিল। কিন্ত মাটি দিয়ে উক্ত ব্রীজের পশ্চিমাংস ভরাটের ফলে তাৎক্ষনিক পানি সরবরাহ তথা চলমান গতি অনেকটা বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে পানির চাপ ফুলে উঠে উপরোল্লিখিত গ্রামবাসী, এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো বিনষ্ট সহ প্রায় প্রায় ১৫০ হেক্টর ফসলী জমির ক্ষতিসাধন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, বুড়িচং উপজেলার মাশরা মৌজার অন্তর্গত পাশর্^বর্তী ১০ শতক কৃষি জমির বৈধ মালিকানাধীন মো. আবদুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মো. ইউসুফ মিয়া মাটি ফেলে তার ক্রয়কৃত জায়গা ভরাট করেন। মুঠো ফোনে তার সাথে আলাপকালে তিনি জানান- প্রবল বৃষ্টিপাতে মাটি ভরাটের ফলে কোনরূপ জলাবদ্ধতা সৃষ্টি হবে না । এছাড়া, পানি যাতে সঠিকভাবে সরে যেতে পারে সে জন্য তিনি একপাশ দিয়ে যথেষ্ট জায়গ রেখে উক্ত ভরাট কাজ সম্পন্ন করেছেন।

  • বুড়িচং