বুড়িচংয়ে নব্বই দশকের ছাত্রলীগের ঈদ পূর্ণমিলনী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা দক্ষিণ ও ভারেল্লা উত্তর ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগের আয়োজনে (৪ মে ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় কালাকচুয়া মিয়ামি হোটেলে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কুমিল্লা-৫(বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল রহমান বাবলু। সাবেক ছাত্রলীগের নেতা কিংকর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগের নেতা মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী রিয়াজ মাহমুদ, মোঃ মাসুদুজ্জামান মাসুম,মোঃ আলমগীর হোসেন, মোঃ মজিবুর রহমান,মহসিন কামাল, রতন চন্দ্র দেবনাথ, গৌতম দেবনাথ, মো: জসিম উদ্দিন মেম্বার, মোঃ আব্দুল আলীম, সালমা আক্তার পারভীন,আলমগীর হোসেন, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম রাসেল, নুরুল ইসলাম মাস্টার,মোঃ জামাল হোসেন, মোঃ আবুল হোসেন শান্ত প্রমুখ। প্রধান অতিথি সাজ্জাদ হোসেন বলেছেন- শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।

  • বুড়িচং