বুড়িচংয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত ১৯ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বুড়িচং উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজিত বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য আপা খাদিজা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ষোলনল ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। প্রধান অতিথি বলেন, নারীদেরকে শিক্ষা, তথ্য প্রযুক্তির ব্যবহার ও সকল বিষয়ে সচেতন হতে হবে, অন্যান্য অতিথি গণ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন, ব্যবসা, জেন্ডার এই ৬টি বিষয় তথ্য প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার, নারীর জীবন মান উন্নয়নে করনীয়, বাল্য বিয়ে, যৌত্কু, ইভটিজিং, নারীর বিরুদ্ধে সহিংতা প্রতিরোধ করতে হবে।

  • বুড়িচং