বুড়িচংয়ে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের মাঝে ক্রেষ্ট বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত ১৩ জুন সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জন্ম নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রেষ্ট বিতরণ করা হয়। জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ইউনিয়ন পরিষদ সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের হাতে ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু। এপ্রিল ও মে মাসে শুন্য থেকে ১বছর বয়সী বাচ্চাদের জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদেরকে উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। দুই ক্যাটাগরিতে ৬জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এপ্রিল মাসে জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, দ্বিতীয় স্থান অর্জন করে রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, তৃতীয় স্থান অর্জন করে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী এবং মে মাসে জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করে মোকাম ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী,২য় স্থান অর্জন করে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী এবং তৃতীয় স্থান অর্জন করে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মী।

  • বুড়িচং