বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই: ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ঈদুল ফিতরের পূর্বের রাত। রাত পোহালে ঈদের আনন্দে মেতে উঠবে বাংলার আনাচ কানাচ। সেমাই ও মিষ্টান্ন খেয়ে নতুন পোষাকে সবাই ছুটবে ঈদগাঁহের দিকে ঈদের নামাজন পড়ার জন্য আর অপর দিকে গৃহিনীরা ব্যস্ত থাকবে বহু রকমের খাবার রান্নার কাজে এবং ছেলে- মেয়েরা সারাদিন কোথায় কোথায় ঘুরে ফিরে ঈদের আনন্দকে উপভোগ করবে সেই পরিকল্পনায় মাথায় নিয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই যখন গভীর ঘুমের মধ্যে রয়েছে আর তখনই আগুণে পুড়ে ছাঁই হয়ে গেল ৫ জন ব্যবসায়ীর ঈদের আনন্দ। গত ২১ এপ্রিল রাত অনুমান ২ টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সদরের সোনা মিয়া মার্কেটে অগ্নিকান্ডের ঘটনয় কপাল পুড়েছে ৫ জন দোকানীর। অগ্নিকান্ডে মালামালসহ ৫টি দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২ টার দিকে অহিদ মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগূনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে গিয়ে প্বার্শবর্তী সোহেল রানার কাপড়ের দোকান, আলমগীরের চা দোকান,মামুনের পিঠার দোকান এবং রুশমত আলীর মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে অহিদ মিয়ার প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়, সোহেল রানার ৭ লক্ষ টাকার মালামাল, আলমগীরের ৩ লক্ষ টাকার মালামাল, মামুনের ১ লক্ষ টাকার মালামাল, রুশমত আলীর ৯ লক্ষ টাকার মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্বার্শবর্তী দোকানী আবুল কালাম জানান, রাতে সে তার দোকানে কাজ করতে ছিল। হঠাৎ করে গøাস ভাংঙ্গার শব্দ শুনতে পেয়ে দোকান থেকে বের হয়ে আগুণের লেলিহান শিখা দেখতে পেয়ে আত্মচিৎকার করে। তার আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে। খবর পেয়ে বুড়িচং ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুড়িচং ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার আমান উল্লাহ তালুকদার বলেন, বিদ্যুৎতের শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার স্থানীয় এমপি এডভোকেট আবুল হাসেম খান, উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার আগুনে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করেছেন।

  • বুড়িচং