বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

আতাউর রহমানঃ
‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার দিনব্যাপী কুষ্ঠ নির্মূল বিষয়ক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের নেতৃত্বে অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা কুষ্ঠ রোগ নির্মূল বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।এতে আবাসিক মেডিকেল অফিসার ডা মনিরুল ইসলাম, কনসালট্যান্ট (সার্জারী) ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. কফিল উদ্দিন, কনসালট্যান্ট (গাইনী) ডা. তাসলিমা, (এনেস্থিসিয়া) ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. সাইফুল ইসলাম, ডা. হাবিব রহমতুল্লাহ, ডা. অরূপ সিংহ, ডা. জাহিদুল ইসলাম, ডা. ইয়ামিন ইসলাম তুহিন, ডা. উম্মে সালমা, ডা. ফাহমিদা জাহান, ডা. শারমিন সুলতানা, এসএসিএমও আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, শামসুন্নাহার, টিএলসি নুরুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও উপজেলার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত হবে, এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও হাসপাতাল থেকে সেবা প্রধানে আশ্বস্ত করেন। মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকল কর্মীরা কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সম্পর্কে সেবা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সহযোগীতা ও এই রোগ সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার-প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, “কুষ্ঠ রোগের জন্য দায়ী জীবাণু Mycobacterium leprae আশার কথা হলো, বর্তমান সরকার এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে এরই মধ্যে অনেক কর্মসূচি গ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে দেশকে কুষ্ঠমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সেরে যায়। এই উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান, এই রোগ নিয়ে অবহেলা না-করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করুন।”

  • ব্রাহ্মণপাড়া