বিঞ্চুপুর মৌলভীপাড়া আশ্রাফিয়া হাফেজিয়া মাদ্রাসায় ৩ হাফেজের মাথায় পাগড়ী প্রদান

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
বিঞ্চুপুর মৌলভীপাড়া আশ্রাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলা ইংরেজির পাশাপাশি কোরান শিক্ষায় শীর্ষে রয়েছে। দীর্ঘ ৬ বছরের পথ চলায়, ধারাবাহিক এ ফলাফলের সফলতা বেশ সুনাম অর্জন করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তারাই ধারাবাহিকতায় পূর্বের ন্যায় এবারও বিঞ্চুপুর মৌলভীপাড়া আশ্রাফিয়া হাফেজিয়া মাদ্রাসা হইতে ৩ জন ছাত্র পবিত্র কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় পাগড়ী প্রধান অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ শুক্রবার বাদ জুম্মা বিঞ্চুপুর মৌলভীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স শাহ আরশাদুল হক বিল্লাল এর সভাপতিত্বে এবং বিঞ্চুপুর মৌলভীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স খতিব হযরত মাওঃ আবু কাউছার এর সঞ্চালনায় ৩ জন ছাত্র হাফেজ মো:শামিম, হাফেজ মো:সাব্বির,হাফেজ মো:নাফিন পাগড়ী পড়িয়েদেন হযরত বিঞ্চুপুর মৌলভীপাড়া আশ্রাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক হাফেজ মো:জাফর,হাফেজ মো:ইমরান হুসাইন,হাফেজ মো: শুয়াইব।
পাগড়ী পরিদান শেষে হাফেজ ছাত্রদের মাঝে শুভেচ্ছা উপহার তোলেদেন সাইফুল ইসলাম,মাইনুল হক এবং আবুল কালাম প্রমুখ।
বিঞ্চুপুর মৌলভীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স খতিব হযরত মাওঃ আবু কাউছার বলেন,কুরআনে হাফেজ মানে আখেরাতের উজ্জ্বল নক্ষত্র, কোরআনে হাফেজ মানে একটি পরিবারের আলোর প্রদীপ, সমাজের সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি, এদের কষ্টের প্রতিদান মহান রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। এই হাফেজদের পড়ালেখার পেছনে যাদের শ্রম, ঘাম,মেহনত অর্থ সহায়তা থাকবে, কাল কেয়ামত পর্যন্ত যত সওয়াব হবে ওই সওবের অংশীদারিত্ব হবেন ওই ব্যক্তিরা। যাদের সৎ চিন্তা আর বুদ্ধিমত্তায় এই মাদ্রাসাটি নির্মাণ ও প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পরিবারের সকল ব্যক্তিদের মহান রাব্বুল আলামীন যেন সুস্থতার শহীত দীর্ঘ হায়াত দান করে। ইসলামের আরো বেশি খেদমত করার তৌফিক দান করে।
পাগড়ী প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুসল্লী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া