বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দেয়ার আহবান

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বিজ্ঞানচর্চার অগ্রগতিতে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরও বাড়ানো এবং বিজ্ঞানের চর্চায় অধিক গুরুত্ব দেয়ার আহবানের মধ্য দিয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও)-সমকাল আঞ্চলিক পর্যায়ের শেষ উৎসব অনুষ্ঠিত হলো কুমিল্লায়। গতকাল শনিবার কুমিল্লা জিলা স্কুলে প্রায় ৬শত শিক্ষার্থীর প্রাণবন্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব সম্পন্ন হয়। অনুষ্ঠানে অতিথিরা ডিডিবিও -দৈনিক সমকাল কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আরও মেধাবী করে গঠন করার মধ্য দিয়ে দেশব্যাপী এমন আয়োজন একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ব্যাপক অবদান রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানের চর্চায় শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দেয়ার আহবান বেলা ১১টায় জাতীয় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় জেলা প্রশাসক জাতীয় পতাকা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) পতাকা কুমিল্লা অঞ্চলের আহবায়ক মেহেরুন্নেছা এবং দৈনিক সমকালের পতাকা উত্তোলন করেন কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ কথা আমাদের স্বীকার করতেই হবে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের কারণেই আধুনিক জগতটা এগিয়ে চলেছে অতি দ্রæত। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন জাতীকে দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। দেশ আজ সব দিক থেকে ডিজিটাল। কিন্তু কেউ কেউ এখন হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও অপপ্রচার চালায় ‘এই হলো ডিজিটাল’ বলে। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অদম্য গতিতে সফলতা এসেছে। বিজ্ঞান শিক্ষায় প্রসারের কারণে দেশে বিনিয়োগ বেড়েই চলছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও মনোনিবেশ করার জন্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের আগে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। এ পর্বে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। তিনি বলেন, বিজ্ঞান তথা তথ্য প্রযুক্তি ছাড়া আমরা এক মুহুর্তও চলতে পারি না, তা সম্ভবও নয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রই আজ বিজ্ঞান দ্বারা প্রভাবিত। আজকের দিনে সেই দেশ বা জাতি বেশী উন্নত. যে দেশ বা জাতি বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় সবচেয়ে অগ্রসর। জীববিজ্ঞানকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা উল্লেখ করে তিনি আরও বলেন, বিজ্ঞানচর্চায় আমরা এগিয়ে গেলে বিশে^র উন্নত সব দেশের সাথে বাংলাদেশেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কুমিল্লা অঞ্চলের আহবায়ক মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা উপকেন্দ্রের উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিছ আক্তার। আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, অলিম্পিয়াড সমন্বয়কারী অনিরুদ্দ প্রামানিক, ফলাফল ঘোষণা করেন সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম অর্পণ, তথ্য প্রযুক্তি সম্পাদক দেবাশীষ সরকার তমাল। প্রযুক্তির সহায়তায় ফলাফল তৈরীর দায়িত্বে ছিলেন রাফি বিন সাঈদ। প্রতিযোগিতায় বৃহত্তর কুমিল্লার ৩৫টি খ্যাতনামা স্কুল ও কলেজের প্রায় ৬শত শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ‘জুনিয়র’, ‘সেকেন্ডারি’ এবং ‘হায়ার সেকেন্ডারি’ তিন ক্যাটাগরিতে ১৫০ জন মেডেল ও সনদপত্র লাভ করেন। এদের মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন জেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাহেনুর আক্তার নুর। সেকেন্ডারি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র শাহেদ ইকবাল এবং হায়ার সেকেন্ডারিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ফারহা তাবাসসুম অরপা। তাদের মেডেল ও সনদপত্র দেয়ার পাশাপাশি সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

  • কুমিল্লা