বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক পেলেন সাংবাদিক আবদুল অদুদ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
দেশের প্রথম মুসলিম প্রধান বিচারপতি ও শেরে বাংলা একে ফজলুল হকের ভাগ্নে বিচারপতি (ব্যারিস্টার) সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক পেয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর ছেলে সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ রাজধানীতে অনুষ্ঠিত সৈয়দ মাহবুব মোর্শেদ এর ১১২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এই পদক তুলে দেন।
রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে শেরে বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিকতায় মোহাম্মদ আবদুল অদুদসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে এই পদক তুলে দেয়া হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম তামিজী, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, কাপ্তান নূর, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক, স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, গীতিকবি সেলিনা আক্তার, লায়ন জেরিন সুলতানা কান্তা, ভারতের আনন্দমুখর সম্পাদক সুপর্ণা রায় ও প্রিন্সিপাল মান্নান মনির।সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে বক্তারা বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর নাপনা অবদানের কথা তুলে ধরেন এবং পাঠ্যপুস্তকে তাকে সন্নিবেশিত করার দাবি তুলেন।তারা হাইকোর্টে একটি বেঞ্চ তার নামে করা ও ঢাবিতে একটি হল তার নামে করারও প্রস্তাব করেন।জানা গেছে, সৈয়দ মাহবুব মোর্শেদ ১৯৬৭ সালে ৬ দফার সাথে একাত্মতা পোষণ করে প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেন।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, মোহাম্মদ আবদুল অদুদ কুমিল্লার বুড়িচং উপজেলার ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের সন্তান ও বুড়িচং আল-হেরা মডার্ণ একাডেমির প্রতিষ্ঠাতা।

  • ঢাকা