বিএসপি’র নিবন্ধন পাওয়ায় বুড়িচংয়ে মিষ্টি বিতরণ

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি’র) নিবন্ধন পাওয়ায় কুমিল্লার বুড়িচংয়ে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ জুলাই ২০২৩) মঙ্গলবার সন্ধ্যায় বিএসপি’র বুড়িচং উপজেলা শাখার কার্যালয়ের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নির্বাচন অফিস কর্তৃক বিএসপি চূড়ান্ত পর্যায়ে নিবন্ধন প্রদান করায় অভিনন্দন জানিয়ে আল্লাহ নিকট শুকরিয়া জ্ঞাপন করেন দলটির নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বুড়িচং শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী সহ শাজাহান, ফখরুল ও মোস্তফা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র কুমিল্লা জেলার সভাপতি বাকী বিল্লাহ আজহারী ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান পায়েল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র ব্রাহ্মণপাড়ার শাখার সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর নূর ও সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন।

  • বুড়িচং