বানর আতঙ্কে ব্রাহ্মণপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিকের বাসিন্দারা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার বাসিন্দারা। বাসিন্দারা না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের উৎপাত থেকে নিজেদের রক্ষা করতে। দিন দিন বাড়ছে উৎপাত। এতে ওই কমপ্লেক্সের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে মানুষকে আঘাত করেছে, এমন খবর পাওয়া যায়নি। খাদ্য সংকটের কারণেই বানরগুলো লোকালয়ে প্রবেশ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের বাসিন্দারা জানান, গত কিছুদিন যাবত দু-তিনটি বানর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার গাছগুলোতে আশ্রয় নিয়েছে। বানরগুলো কমপ্লেক্সের আবাসিক এলাকার বাসিন্দাদের রোদে শুকোতে দেওয়া কাপড়চোপড় নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় আবাদ করা নানা ধরনের সবজি নষ্ট করছে। বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে। এতে ওই এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার আশপাশের গাছগুলোতে তিনটি বন্য বানর আশ্রয় নিয়েছে। বানরগুলো লোকজন দেখলেই ছুটে যাচ্ছে এ ডাল থেকে ও ডালে, এ গাছ থেকে ও গাছে। কখনও বা তাদেরকে দেখা যাচ্ছে আবাসিক এলাকার কোয়ার্টারের ছাদে। ওরা খুব চঞ্চল, মুহূর্তেই ছুটে যাচ্ছে এদিক ওদিক, এ ছাদ থেকে ওছাদে, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরে। স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় আবাদ করা পেঁপে গাছে পাওয়া গেছে বানরে খাওয়া পেঁপের অবশিষ্ট অংশ। বড় গাছের মগডালে দেখা গেছে স্থানীয়দের কাপড়। সবজি বাগান হয়ে আছে এলোমেলো। ওই আবাসিক এলাকার বাসিন্দা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা বলেন, বানরগুলো কোয়ার্টারের আঙিনায় আবাদ করা আমার সবজি বাগান তছনছ করে দিচ্ছে। পেঁপে গাছ থেকে পেঁপে খেয়ে ফেলছে। মুহূর্তের মধ্যেই এসে পেঁপে নিয়ে নিমিষেই পালিয়ে যায়। বানরগুলোর উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আরেক বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বানরগুলো গত কিছুদিন যাবত আমাদের আবাসিক এলাকায় এসে ঘাঁটি গেড়েছে। কাপড়চোপড় রোদে শুকাতে দিলে বানরগুলো এসব কাপড় নিয়ে যাচ্ছে। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তবে এখন পর্যন্ত কোনো মানুষকে ওরা আঘাত করেনি। স্থানীয় বাসিন্দা মোঃ শাহীন বলেন, বানরগুলো হয়তো খাদ্য সংকটের কারণে লোকালয়ে এসেছে। বানরগুলোকে বনে ফিরিয়ে নিলে বানরগুলো তাদের প্রকৃত আবাসস্থল ফিরে পাবে, এলাকাবাসীও বানরের উৎপাত থেকে রক্ষা পাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বানরগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের আশপাশের গাছে আশ্রয় নিয়েছে। ওরা কোয়ার্টারের আঙিনায় আবাদ করা সবজি নষ্ট করছে। এছাড়াও বানরগুলো ওখানকার বাসিন্দাদের নানাভাবে বিরক্ত করছে। আমি এ বিষয়ে বন কর্মকর্তার সাথে শিগগিরই আলোচনা করবো। এ ব্যপারে উপজেলা বন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, বিষয়টি আমি আগে জানিনি, আপনার (প্রতিবেদকের) মাধ্যমেই জানতে পারলাম। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শিগগিরই ব্যবস্থা নেব।

  • ব্রাহ্মণপাড়া