বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে ও সান মেডিকেল সার্ভিসেস এর সহযোগিতায় দিনব্যাপী চলে এ প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কুদ্দুছ। বাংলাদেশ সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার উপজেলা প্রতিনিধি ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেলের সঞ্চালনায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি ও নিউ এইজ এর স্টাফ রিপোর্টার লেখক ইয়াসমীন রীমা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক, প্রশিক্ষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক মোঃ শাহজাদা এমরান, সিটিভি নিউজ (কুমিল্লা) এর সম্পাদক ওমর ফারুকী তাপস, এখন টিভি’র কুমিল্লা জেলা ও ব্যুরো চীফ খালেদ সাইফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এড. আবদুল আলিম খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ হাসান। ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার ২০ জন সাংবাদিককে সংবাদ লিখার পদ্ধতি ও প্রয়োগ, সাংবাদিকের কাজ, একজন আদর্শ সাংবাদিকের গুণাবলী, প্রকৃত সাংবাদিক, ফটো সাংবাদিক, মোবাইল ও টিভি সাংবাদিকতা এবং নির্বাচনী সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুভূতি প্রকাশ করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল নয়ন, প্রচার সম্পাদক অপু খান চৌধুরী ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসেন। প্রশিক্ষণে অংশনেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, বাংলাদেশ সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশীদ, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অপু খাঁন চৌধুরী, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সজিব ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি আতাউর রহমান মিহির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ হাবিবুল্লাহ, মোঃ সোহেল ইসলাম, সাইদুল ইসলাম নাহিদ, গোবিন্দ রায় প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালের ব্যাবস্থাপনা সম্পাদক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক হারুন অর রশিদকে প্রশিক্ষণে সার্বিক সহযোগীতা করার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • ব্রাহ্মণপাড়া