প্রয়াত বর্ষীয়ান নেতা আবদুল মতিন খসরু’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ সুপ্রীমকোট বারের সম্মানিত সভাপতি, বপেকস্ এর প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ জাতীয় সংসদের একাধিক সংশোধীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্বপালনকারী, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট আবদুল মতিন খসরু’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার বাদ জোহর তার গ্রামের বাড়ী মিরপুর জামে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাহবুব হোসেন উপদেষ্ঠা পরিষদের সদস্য, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগ, সভাপতি আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ, সভাপতি বপেকস্। তিনি প্রয়াত নেতা আবদুল মতিন খসরু’র স্মৃতি চারণ করে বলেন, আবদুল মতিন খসরু বুড়িচং-ব্রাহ্মণপাড়া তথা অত্র অঞ্চলের একজন আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ ৩৫ বছর তার হাত ধরেই বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার সকল উন্নয়নসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা জুলফিকার আলী, এডভোকেট মোঃ মহিন মিয়া, এডভোকেট গোলাম রাব্বানী, সমাজ সেবক মো: মিলন মিয়া, সমাজ সেবক মুরশেদ মিয়া, মো: গিয়াস উদ্দিন, মো মাসুদ মিয়া, আতাউর রহমান পবন, মো: আইয়ুবসহ এলাকার বিভিন্ন রাজনীতিবিদ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রান মুসুল্লীবৃন্দ। কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ।

  • কুমিল্লা