প্রিয় কলেজে এসে আবেগাপ্লুত মেডিকেলে পড়ুয়া মোশাররফ কলেজের তিন শিক্ষার্থী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত তিন ছাত্রী তাদের প্রিয় কলেজ প্রাঙ্গনে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন। এসময় তারা প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভর্তিকৃত মেডিকেলের শিক্ষার্থীরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের নাজিমুল হকের মেয়ে শারমিন আক্তার, শিদলাই গ্রামের ৬ নং ওয়ার্ড এলাকার সারোয়ার জাহানের মেয়ে সাবিহা নাসরিন তিশা একই গ্রামের ৫ নং ওয়ার্ডের নাসির উদ্দীনের মেয়ে নুসরাত জাহান। তারা সবাই এই কলেজ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে শারমিন আক্তার মাগুরা মেডিকেল কলেজে, সাবিহা নাসরিন তিশা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং নুসরাত জাহান আদদ্বীন ওমেন্স মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। ভর্তির সুযোগ পাওয়ার দেড় বছর পর প্রিয় কলেজে এসে সাবেক তিন কৃতী শিক্ষার্থী স্মৃতিকাতর হয়ে পড়েন। এসময় প্রিয় শিক্ষকদের দেখা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত সাবিহা নাসরিন তিশা বলেন, প্রান্তিক উপজেলা ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছি। এক্ষেত্রে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের সহযোগিতা ও কলেজের অনুশাসন আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। এজন্য আমরা প্রিয় কলেজ ও সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, শিক্ষার্থীরা যখন ভালো কোথাও পড়ার সুযোগ পায় সে সংবাদে একজন শিক্ষক কী পরিমান আনন্দিত হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই তিন কৃতী শিক্ষার্থীর জন্য গর্বিত। কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, মফস্বলের একটি কলেজ হলেও এই কলেজটি নিয়মিত কুমিল্লা শিক্ষাবোর্ডে শীর্ষস্থান দখল করে আসছে। সেই সঙ্গে উচ্চ শিক্ষায় প্রবেশ করছে এখানকার অনেক শিক্ষার্থী। এজন্য আমি কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত।

  • ব্রাহ্মণপাড়া