‘প্রবাসে মৃত্যু শয্যায় স্বামী’ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিল ৪ সন্তানের জনক মাদক ব্যাবসায়ী চাচা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে ৪ সন্তানের জনক চাচা সুরুজ মিয়া প্রকাশ মালু মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় ওঠেছে। এলাকাবাসী ও প্রবাসী অসুস্থ জসিম মিয়া জানায়, গত ছয় বছর পূর্বে একই উপজেলার চান্দলা ইউনিয়নের করিমপুর গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে শিউলি আক্তারকে জসিম বিয়ে করে। বিয়ের কিছুদিন পূর্বে সে দেশে আসে তখন তাদের দাম্পত্য জীবন সুখী ছিল। কিছুদিন পর পাশের বাড়ির চাচা মৃত শাহ আলমের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মালু মিয়ার সাথে জসিম ও তার স্ত্রী শিউলি আক্তারের পারিবারিকভাবে সুসম্পর্ক গয়ে ওঠে। সে সুবাদে উভয় পরিবারের মাঝে আসা যাওয়া এবং ঘনিষ্ঠতা বেড়ে উঠে। এরপর জসিম তার স্ত্রী শিউলি আক্তারকে ব্রাহ্মণপাড়া সদরে একটি বাসা ভাড়ায় রেখে প্রবাসে চলে যান। তখন পাশের বাড়ির মাদক ব্যাবসায়ী চাচা মালু মিয়া প্রায় সময় ব্রাহ্মণপাড়া সদরে শিউলির বাসায় যাতায়াত করতো। এক পর্যায়ে ভাড়া বাসা থেকে শিউলি আক্তার স্বামীর বাড়িতে চলে আসে। কিছুদিন বাড়িতে থাকা অবস্থায় শিউলি আক্তার স্বামীর ঘরের সমস্ত আসবাবপত্র মালু মিয়ার সহায়তায় তার বাবার বাড়িতে নিয়ে যায়। বাবার বাড়িতে অবস্থান করার পর শিউলির ছোট বোন সেলিনা আক্তার এবং বাবা মঞ্জু মিয়া শিউলির পরকীয়া বুঝতে পারে। তখন বোন এবং বাবা তাদের ঘনিষ্ঠতা দেখে তা বন্ধ করতে তাদেরকে বুঝায়। এক পর্যায়ে শিউলিকে চাপ দিলে বাবা এবং বোন কে না বলে বাড়ি থেকে পালিয়ে যায় শিউলি। এরপর থেকে শিউলি এবং চাচা মালু মিয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রবাসে থাকা জসিম অসুস্থ হয়ে যায়। বর্তমানে জসিম সৌদি আরবের একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে জসিম একটি ভিডিও বার্তায় জানায়, আমি বর্তমানে খুবই অসুস্থ। আমার স্ত্রী শিউলি আক্তার আমার চাচা মালু মিয়ার হাত ধরে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা আমাকে মোবাইল ফোনে হুমকি ধমকি দিচ্ছে, আমি যদি দেশে আসি তাহলে আমাকে মাদক দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। আর না হয় প্রাণে মেরে ফেলবে। এ ব্যাপারে জসিমের বোন জোহরা খাতুন, ভাবী খুরশিদা বেগম জানান, জসিমের স্ত্রী শিউলির সাথে পাশের বাড়ির মালুর অসামাজিক সম্পর্ক ছিল। প্রথমে আমরা তাদেরকে বাধা দিলে আমাদের হুমকি-ধমকি দিত। পরে আমরা জানতে পারি মালু মিয়ার হাত ধরে শিউলি কুমিল্লায় বসবাস করছে। জসিমের ভাই আবু জাহের বলেন, জসিমের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর জসিম সৌদি আরবে অসুস্থ হয়ে যায়, বর্তমানে জসিম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে মালু মিয়া এবং শিউলির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা এখন মুখ দেখাতে পারছি না। এছাড়া তিনি আরও জানান, মালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মামলা রয়েছে। কয়েকদিন আগে মাদকসহ র‌্যাবের হাতে ধরা পড়ে জেল খেটেছে। টাকার গরমে মালু কাউকে মানুষ মনে করে না।
এ ব্যাপারে এলাকার ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন জানান, আমি বিষয়টি শুনেছি, এ নিয়ে সুরাহা করতে চেষ্টা করেছি। তবে মালু মিয়া জসিমের বউকে ভাগিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করছে না। জানতে চাইলে শিউলি আক্তারের বাবা মঞ্জু মিয়া বলেন, তাদের পরকীয়ার বিষয়টি আমি শুনেছি এবং তাদেরকে আমি বুঝিয়েছি। আমি পারিবারিকভাবে চাপ দিলে শিউলি কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে সে কোথায় আছে আমরা জানি না। অভিযুক্ত মালু মিয়া বলেন, আমার সাথে জসিমের স্ত্রীর ভালো সম্পর্ক ছিল তবে আমি তাকে ভাগিয়ে নিয়ে যাইনি। মাদক ব্যবসার ব্যাপারে জানতে চাইলে মালু মিয়া বলেন, র‌্যাবের হাতে গাজা নিয়া আমি ধরা পড়েছিলাম বিষয়টি সত্য।

  • ব্রাহ্মণপাড়া