প্রকৃত শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে…..আবুল হাসেম খান এমপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love


নিজস্ব প্রতিবেদকঃ
শুধ লেখাপড়া করলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার প্রতি মনযোগ দিতে হবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামীদিন রাষ্ট্র পরিচালনা করবে। স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করারও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী’র সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ, রুহুল আমিন মাষ্টার ও মাসুকুল ইসলাম রোমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল মতিন। উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, আবু তাহের আবরণীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া