পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিহত এবং আহত ছাত্রদের জন্য দোয়া অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহত সকল ছাত্র-ছাত্রীদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট সোমবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্র-ছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। ছাত্ররা হচ্ছে এ দেশের ভবিষ্যৎ। তারা চাইলে এ দেশে সব কিছুই সম্ভব। আপনারা দেখেছেন তারা দেশের এ কঠিন মূহুর্তে কত কষ্ট করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। বিএনপি তাদের সাথে ছিলো এবং সব সময় তাদের সাথে থাকবে। বিএনপি তাদেরকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মান করা হবে। পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এড. ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক শেফাউল করিমের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আবু জাহের শিপু, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি অদুদ মিয়াজী মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবু জাহের মেম্বার,পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক, সাবেক ছাত্রনেতা রবিউল, মো. সেলিম, পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • বুড়িচং