পানি সন্ত্রাস ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লংমার্চের সাথে একাত্মতা পোষন করে গতকাল শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা টাউন হল মাঠে পানি সন্ত্রাস ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হল থেকে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়। সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এক তরফা সকল নদী থেকে বাঁদ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান। ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজী, গবেষক খন্দকার রাকিব, ঢাকা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জাময়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ইনকিলাব মঞ্চের সদস্য ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ অন্যান্যরা। ৫ দফা দাবি গুলো হল, আন্তঃসীমান্ত নদীতে ভারতের সকল অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতিসত্বর জাতিসংঘ এবং সকল আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বর্তমান সরকার যেভাবে গণবিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে তেমনি জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশন ও স্বাক্ষর করতে হবে এবং ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে, অচিরেই তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সকল আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রষয়ণ করতে হবে, অতিসত্বর বর্তমান সরকারকে ভারত যত সীমান্ত হত্যা করছে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

  • কুমিল্লা