নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার বিকালে নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্সের ৪র্থ তলায়
কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পার্বণ মিলনায়তনে এই
অনুষ্ঠানে মিলিত হন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে সংগঠনের একঝাঁক সদস্য-স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নিচিচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ যুজরাজ খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মাননীয় ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী-নাজিম উদ্দিন আল আজাদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা,
বাংলাদশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা
সাবেক মাননীয় উপমন্ত্রী সাদেক সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত পরামর্শক ও সদ্য একুশে পদক প্রাপ্ত ড. মনোরঞ্জন ঘোষাল। অনুষ্ঠান পরিচালনা করেন, নিচিচা’র মহাসচিব উম্মে সালমা ও ভাইস চেয়ারম্যান জমসেদ আলী খান।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এইচ এম শিপলু, যুগ্ন সচিব মোঃ ইমরান হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোমিনুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম ও যুগ্ন সচিব রাইসুল ইসলাম লিটন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তৌহিদা আক্তার।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা নিচিচা’র সভাপতি-কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, সহ-সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন জেলা হতে আগত সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে করোনাকালে ও বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ জেলা ও উপজেলার সদস্যদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

  • কুমিল্লা