নিচিচা ও সৃষ্টির উদ্যোগে তিন দিনব্যাপি মশা নিধন কর্মসূচি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

কুমিল্লার দাউদকান্দিতে নিচিচা ও সৃষ্টির উদ্যোগে তিন দিনব্যাপি মশা নিধন কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ২ অক্টোবর সোমবার বিকেলে কুমিল্লা জেলা নিরাপদ চিকিৎসা চাই শাখা ও ‘সৃষ্টি’র উদ্যোগে তিনব্যাপি মশা নিধন কার্যক্রম শেষ হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর)-এ মশা নিধন কর্মসূচির এই শেষ দিনে উপস্থিত ছিলেন, সমাজসেবী পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রোটারিয়ান মোঃ মহসিন আহম্মেদ, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সভাপতি-কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো: শামসুদ্দিন সোহেল, ‘সৃষ্টি’র সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার, সাংগঠনিক সম্পাদক-মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম সরকার রাসেল, নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলার সদস্য মো: জাহিদ সরকার, আবির খান রিদান প্রমূখ। এসময় কবি আলী আশরাফ খান বলেন, ‘ বিত্তবানরা যদি এগিয়ে আসেন, মশা নিধন তথা ঝোপঝাড়, ড্রেন ও ময়লা আবর্জনার স্তূপেগুলো পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনের ওষুধ ছিটানো সহজ হবে। আমরা আশা করছি, বিষয়টি বিত্তশালীগণ নজরে নেবেন’।

  • কুমিল্লা