নাগাইশ দরবার শরীফের হেফজখানা’র ১৬ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতায় হেফজখানা ও এতিমখানা হিফ্জ সম্পন্নকারী ১৬ জন শিক্ষার্থীদের পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহাসিক নাগাইশ দরবার শরীফের কমপ্লেক্স মাঠে পীরে কামেল মরহুম মাওলানা আবদুর রাজ্জাক (রহ.) এর ইছালে ছাওয়াবের মাহফিলে এই শিক্ষার্থীদের পাগড়ী ও সংবর্ধনা দেওয়া হয়েছে। পাগলী প্রদানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব। তিনি বলেন, ‘সুশিক্ষার অভাবে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতমুখী জ্ঞানার্জনের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সব শেষে তিনি সকলের কাছে সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। এ বছর হিফজ সম্পন্নকারীরা হলেন হাফেজ মোঃ ফাতিন ইসলাম নাবিল, হাফেজ মোঃ ফাহিম আহমেদ, হাফেজ মোঃ শাহজালাল, হাফেজ মোঃ ফাহিম আহমেদ, হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম রাফি, হাফেজ মোঃ ইয়াছিন, হাফেজ মোঃ রাকিবুল হাসান, হাফেজ মোঃ নূর আলম, হাফেজ মোঃ সফিউল্লাহ্, হাফেজ মোঃ রাকিবুল ইসলাম জিহাদ, হাফেজ মুছাব্বির হোসেন, হাফেজ মোঃ আরাফাত চৌধুরী কায়েছ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মোঃ রিমন হোসেন। হিফ্জ শাখা’র ইনচার্জ হাফেজ দ্বীন ইসলাম জানান, ২০২৩ সালে আমাদের এই মাদ্রাসার ১৬ জন ছাত্র পত্রি কোরআন সম্পন্ন করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। তিনি আরও জানান, উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

  • ব্রাহ্মণপাড়া