নরেন্দ্র মোদির মা আর নেই

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

কয়েক দিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই তার মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবর জানিয়ে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে।

মায়ের মৃ্ত্যুর খবর পেয়ে দিল্লি থেকে গুজরাট গেছেন ভারতের প্রধানমন্ত্রী। কয়েকটি প্রকল্প উদ্বোধনের জন্য শুক্রবার তার পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ওই প্রকল্পগুলো উদ্বোধন করবেন।

ভারতের প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন হীরাবেন মোদি। মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নরেন্দ্র মোদি। বিশেষ বিশেষ দিনে ও গুজরাট সফরের সময় মায়ের সঙ্গে দেখা করতেন তিনি।

  • নরেন্দ্র মোদি
  • ভারত