“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ ২৫, জাতীয়পার্টি ২, জাসদ ১,গনফোরাম ১, ন্যাশনাল পিপলস পার্টি ১ জনসহ ৩০ জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মনপাড়া নির্বাচনী এলাকায় চলছে নানা হিসাব নিকাশ। বিএনপি জোটে এক দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলন সংগ্রামসহ হরতাল ও অবরোধ করছে। অপর দিকে বর্তমান ক্ষমতায় থাকা আওয়ামীলীগ জোট নিবার্চনের উৎসবে মেতে আছে। নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছে জোটের মনোনীত প্রার্থীরা। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করেছে নবীন প্রবীন মিলে ২ ডজন প্রার্থী। ইতিমধ্যে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে ২৫ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আওয়ামীলীগ জোটের শরীক দল জাতীয় পার্টির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছে ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) থেকে ১ জন, গনফোরাম থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১জনসহ মোট ৩০ জন বিভিন্ন দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সাংসদ এডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সম্পাদক ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সাবেক আইনমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির সহধর্মিণী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিমা সোবহান খসরু, সাবেক কর কমিশনার ও বাংলাদেশ ব্যাংকের প্যানেল অ্যাডভোকেট ড. এস এম জাহাঙ্গীর আলম, সাবেক আইনমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক এহেতেশামুল হাসান ভূঁইয়া রুমি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবদুছ ছালাম বেগ, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বুড়িচং আওয়ামীলীগের সেক্রেটারী আখলাক হায়দার, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য দিদার মো. নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: আল-আমীন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজালাল মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ডিএলএম গ্রæপের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মতিন এমবিএ, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আবদুল জলিল, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট জাহানারা বেগম, ওমর ফারুক, শিক্ষক নেতা মোহাম্মদ আলী চৌধুরী মানিক ও মোঃ মোকবুল হোসেন ভুইয়া। জাতীয় পার্টি (এরশাদ) ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাসদের কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি এবং বুড়িচং উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণফোরামের কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট আলীমুল এহসান রাসেল এবং ন্যাশনাল পিপলস পার্টির কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মোঃ শাহ আলম। তাছাড়া ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহন করলে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হতে পারে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হবেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন। গত ১৪ এপ্রিল ২০২১ সালে এই আসনের এমপি সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু মারা গেলে আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান নির্বাচিত হন। মুলত এই আসনের আওয়ামী সমর্থিত অনেকবারের সাংসদ এডভোকেট আবদুল মতিন খসরু’র মৃত্যুর পর আসনটিতে শুরু হয় আওয়ামীলীগের স্থানীয় নেতৃত্বের সংকট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এ আসনের হাল ধরতে উঠেপড়ে লেগেছেন প্রয়াত মতিন খসরু’র পরিবারের সদস্যসহ প্রায় দুই ডজন আওয়ামী লীগ নেতা। এ নিয়ে আসনটিতে শুরু হয় গ্রæপিং। চলতে থাকে যার যার মতো করে কেন্দ্রে তদবির। মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীদের চলছে লবিং নানা প্রচারণা ও দৌড়ঝাঁপ। এদিকে কুমিল্লা-৫ আসনে কে হবেন নৌকার মাঝি এ নিয়ে ভোটার মহলেও চলছে নানা জল্পনা-কল্পনা। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে চলছে নানা কৌতূহল। তফশিল ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে চলছে আলোচনা বর্তমান এমপি এডভোকেট আবুল হাসেম খান কী আবারও মনোনয়ন পাচ্ছেন, নাকি আসছে নতুন মুখ। না কি মহাজোটের ভাগ্য ঝুটে এই আসনের নেতৃত্ব। সব মিলিয়ে চায়ের দোকান, বাজার-ঘাট, সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানে একটাই আলোচনা কার জনপ্রিয়তা বেশি? কাকে মনোনয়ন দিলে ভালো হবে? কে মনোনয়ন পেতে পারে? তবে শেষ পর্যন্ত নৌকার টিকিট আনছেন কে- তা জানতে অপেক্ষা করতে হবে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু এমপির বিদায়ে আসনটিতে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের গ্রæপিংয়ের কারণে আওয়ামী লীগের একক শক্তি অনেকটা হ্রাস পেয়েছে। তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই আছেন যারা প্রয়াত মতিন খসরু’র ঘনিষ্ঠ সহচর ছিলেন। এছাড়াও অনেকেই আছেন এই আসনের জন্য যোগ্য প্রার্থী। তবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন তাকে নিয়েই কাজ করবেন এই আসনের আওয়ামী লীগের নেতারা, এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া