দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী কামাল হোসেনের পিতার দাফন সম্পন্ন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের পিতা মো. আবদুল ওয়াদুদ (১০৩) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার (১জুলাই) রাত ১০ টা ২০ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর গ্রামে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরে গত রবিবার দুপুর ২টায় নাইঘর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করেন স্বজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল ওয়াদুদ মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক ছিলেন। মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুস সোবহান সেলিম, ব্রাহ্মণপাড়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান জহিরুল হক, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহমদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মো. বাছির খান, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান উজ্জ্বল, রাজাপুর ইউনিয়ন স্বেছাসেবকলীগের সভাপতি জামাল হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন প্রমূখসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলা থেকে আসা মসল্লিয়ানবৃন্দ মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া