দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রাণিসম্পদ দপ্তরের ভূমিকা অনেক বেশি…..এড. আবুল হাসেম খান এমপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
সকল বাধা অপেক্ষা করে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে৷ আর বাংলাদেশ কে প্রাণিজ আমিষসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রাণিসম্পদ দপ্তর৷ মাংস, দুধ, মাছ, ডিম ইত্যাদি উৎপাদনে সক্ষমতার পরিচয় দিয়েছে তারা৷ আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রাণিসম্পদ দপ্তরের সেবা সারা দেশে ছড়িয়ে যাবে৷ স্মার্ট লাইফস্টক,স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৫- বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য এড. আবুল হাসেম খান এমপি এসব কথা বলেন৷ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ ইজমাল হাসান এর সার্বিক সহযোগীতায় শনিবার সকালে উপজেলার ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ৪০ টি স্টল প্রর্দশনীতে অংশ নেয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান, চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক৷ এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সকল অফিসার এবং প্রর্দশনীতে অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন৷ প্রর্দশনী শেষে শ্রেষ্ঠ প্রাণিপ্রর্দশন কারি প্রতিষ্ঠাকে পুরস্কার প্রদান করা হয়৷

  • ব্রাহ্মণপাড়া