“দের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি”
ব্রাহ্মণপাড়ায় ১৮টি দোকান আগুনে পুড়ে ছাই

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী হাজী মার্কেটে শনিবার রাতে আগুন লেগে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে করে ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মার্কেট ব্যবসায়ীদের৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টায় প্রতিবেশী এক মহিলা মার্কেটে হঠাৎ আগুন দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিভাতে গেলে আগুনের লেলিহান বেশি হওয়ায় তা নিভানো সম্ভব হচ্ছিল না। দীর্ঘ দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে এলাকাবাসী। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আনতে বিলম্ব হয়। আগুনে হাজী মার্কেটে মোঃ জালাল উদ্দিন ভূইয়ার মুদি দোকানে ১৬-১৮ লক্ষ, সোলেমানের ইলেকট্রনিক দোকানে ১৮-২০ লক্ষ, ফরিদ উদ্দিনের সার ও কীটনাশকসহ ৪ লক্ষ ৫০ হাজার, হাসান ভূইয়ার ৪ লক্ষ ৫০ হাজার, ফারুক আহাম্মদ এর মোবাইল দোকানে নগদ অর্থ সহ ৫ লক্ষ, আল-আমীন এর ফার্মেসিতে ৬ লক্ষ টাকা, মোঃ মান্নান এর দোকানে ৪ লক্ষ ৫০ হাজার, আঃ রশিদ এর মুদি দোকানে নগদ অর্থ সহ ৫ লক্ষ, সোলেমান মিয়া মুদি দোকানির ৬ লক্ষ, মেন্টু শীল এর সেলুনে ২ লক্ষ, কাইয়ুম এর মটর চালিত ভ্যান ১ লক্ষ্য ৫০ হাজার, রুহল আমিন এর হোটেলের মালামাল ২ লক্ষ টাকাসহ ঐ মার্কেটের ১৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে৷ এতে দোকান মালিক এবং মার্কেটের মালিকের ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের৷ আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক ৷ পরিদর্শন শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।

  • ব্রাহ্মণপাড়া