দেবিদ্বারে গোমতীর মাটি কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটাচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। এসময় মাটি কাটার দায়ে দুই ট্রাক্টর মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দন্ডিতরা হলেন, চান্দপুর গ্রামের মৃত রহুল আমিন মৃধার ছেলে মো. বদিউল আলম মৃধা ও বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. আল আমিন। গত সোমবার দুপুরে উপজেলার লক্ষীপুর ও চান্দপুর অংশে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, গোমতী নদীর দেবিদ্বার উপজেলার অংশে প্রায় অর্ধশত স্পট থেকে মাটি কাটার কয়েকটি চক্রটি দিন রাত মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। ওই চক্রটি প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন রকম কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর শীত আসলে এ এলাকায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায়। ঘর-বাড়ি বিছানাপত্রে বালুর স্তুপ পড়ে। দুর্ভোগ পোহাতে হয় রাস্তা ঘাটে চলাচল করা মানুষের। তাঁরা অভিযোগ করে আরও বলেন, গোমতী নদীর মাটি কাটার পেছনে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু চক্র ও স্থানীয় প্রভাবশালী কিছু লোক জড়িত। তাঁরা মাটি কাটার সিন্ডিকেট থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটকে বন্ধ করা যাচ্ছে না। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, মাননীয় জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র নির্দেশনায় গোমতী নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারায় মো. বদিউল আলম মৃধাকে এক লক্ষ ৫০ হাজার ও আল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোমতীর নদীর চর থেকে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করবে।

  • দেবিদ্বার