ডিজিটাল সেবা দিচ্ছে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল স্মার্ট সেবা দিয়ে যাচ্ছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২নং শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা দিচ্ছে ইউনিয়ন পরিষদটি। জন্মনিবন্ধন থেকে শুরু করে যাবতীয় ইউনিয়ন সেবা এখন স্মার্টভাবে করছে পরিষদ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পরিষদটি ব্যাপক হারে কাজ করছে। দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত করে সেবা দিচ্ছে পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। তিনি নির্বাচিত হবার পর থেকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল সেবা প্রধান করে যাচ্ছেন। অনলাইনে একদিনে জন্মনিবন্ধন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সোমবার সকালে দুটি শিশু বাচ্চা অনলাইনে জন্মনিবন্ধন একদিনে করে দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে তিনি প্রশংসায় ভাসতে থাকে। তার পরিষদে ঘুষ, দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা পাওয়ায় খুশি ইউনিয়নে বসবাসরত জনগন। তারা বলছেন, আগে জন্মনিবন্ধন করলে এক মাসেও তা পাওয়া যেতো না। এমনকি টাকা দিয়েও অনেক হয়রানি হতে হয়েছে। কিন্তু বর্তমানে ডিজিটাল স্মার্ট সেবা দিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। এবিষয়ে পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি মাত্র। স্মার্ট নাগরিকের সেবা প্রধান করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছি। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

  • ব্রাহ্মণপাড়া