টেটা কুচ বল্লম রড ইট নিয়ে গ্রামবাসী সংঘর্ষ-আহত-১০

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলা ৩নং আন্দিকোট ইউনিয়নের পাঁক দেওড়া গ্রামের বিলে মাছের প্রজেক্ট পুরানো হিসাব ও নতুন বর্ষের লিজ নিয়ে বাহার ও মুন্সি গোষ্ঠির সাথে মোল্লা গোষ্ঠির মধ্যে দেশীয় টেটা কুচ বল্লম রড ইট দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানায়, বাহার গোষ্ঠি ও মুন্সি গোষ্ঠির সাথে মোল্লা গোষ্টির সংঘর্ষ আহতরা হলো আলতাজ আলী ছেলে হারুন মোল্লা,কামাল মোল্লা, হারুন মোল্লা ছেলে আনিস মোল্লা, মৃতঃ তারু মোল্লা ছেলে আলম মোল্লা, রাজ্জাক মোল্লা ছেলে পারভেজ মোল্লা, মৃতঃ হামিদ আলী ছেলে ইব্রাহীম মোল্লা, সামছু মোল্লা ছেলে সাদির মিয়া, বস্কর ছেলে কাদির মিয়া, ইউনুছ, রিফাতসহ বেশ কয়েক জন। আহতদের মধ্যে তিনজনকে মুরাদনগর স্বাস্থ্যা কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। টেডাবৃদ্ধ আনিছ ও কুদ্দস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারি ভিডিও ছড়িয়ে পড়লে এতে ওই এলাকায় আতংক ছড়ায়।

  • মুরাদনগর