জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, প্রকৌশলী মো. আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এণামুল হক, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহম্মেদ, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, মৎস্য কর্মকর্তা জয় বণিক, মহিলা সংরক্ষিত সদস্য সামসুন্নাহার বেগমসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন স্কুলের শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানাসহ অতিথিবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া