জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কাজ করে যাব- শেখ আব্দুল্লাহ আল-মামুন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল-মামুন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনসেবায় আত্মনিয়োগ করেছেন। দলবল নির্বিশেষে ইউনিয়নের সকল জনগণের জন্য একনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন-আমি জনগণের সেবায় আত্মবিশ্বাসী। জনগণের সেবার মধ্যেই আমি আত্মতৃপ্তি লাভ করি। তাই জনগণের সেবা ছাড়া আমি কিছুই বুঝি না। আমার ইউনিয়নের জনগণ ভালো থাকলে আমিও ভালো থাকি। আমার ইউনিয়নের জনগণ কোন কারণে খারাপ থাকলেও আমিও নিজেকে খারাপ অবস্থানে আছি বলে মনে করি। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো। যে কোন দুর্যোগে মালাপাড়া ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে যাবো। এই ইউনিয়নের জনগণই আমার ভালোবাসার প্রতিক। তারা আছে বলেই আমি আজ চেয়ারম্যান হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি। তাদের ভালোবাসা নিয়ে এবং তাদেরকে সাথে নিয়ে আগামী দিনগুলো সুন্দর ভাবে কাটাতে চাই। প্রতিটি মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পা বাড়ালেই শুরু হয় একের পর এক বাঁধা বিপত্তি। সেই বাঁধা ও বিপত্তিকে ডিঙ্গিয়ে এগিয়ে যেতে পারলেই সফলতার দর্শন পাওয়া যায়। আমি নিজে অনেক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এবং এই ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজ চেয়ারম্যান হিসেবে তাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। আমার উপর ন্যস্ত হওয়া দায়িত্ব পালন করতে কখনো পিছ পা হবো না। যতই বাঁধা আসুক, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি হোক। তাতে কোন প্রকার কর্ণপাত না করে সামনের দিকে এগিয়ে যাব। জনগণের জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে সফলতা এনেই ছাড়বো। ৮নং মালাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল-মামুন একজন সাদা মনের মানুষ এবং উদার মানসিকতার ও দানশীল মানুষ। আমরা তাকে কোন রাজনৈতিক দলের নেতা বা চেয়ারম্যান হিসাবে চিনি না, আমরা তাকে আমাদের একজন অভিভাবক হিসেবে চিনি ও জানি। শেখ আব্দুল্লাহ আল মামুন একজন ভালো মানুষ। তিনি চেয়ারম্যান হওয়ার পূর্বে ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় প্রতিদিনই মাদকের ও জুয়ার আখরা বসতো। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এসব অপরাধ কমে গেছে। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদশের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রæতি বাস্থবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টীর উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, কালভাট, ব্রীজ, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁহ মাঠ সংস্কার করেছেন। গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

  • ব্রাহ্মণপাড়া