চৌদ্দগ্রাম মৃত ভোটারের স্বাক্ষর থাকায় মনোনয়নপত্র বাতিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় এবং প্রবাসে থাকা ব্যক্তিদের স্বাক্ষর থাকায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার মনোনয়নপত্র বাতিল বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেললা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ঐ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়পত্রের সাথে মোট ভোটারের এক ভাগ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। চৌদ্দগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার মজুমদারের দাখিল করার একভাগ ভোটারের মধ্যে ১০ জনের তথ্য যাচাই করা হয়। লাকসামনের সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান তথ্য যাচাইকালে দেখেন দেড় বছর আগে সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মো: ইউনুসের স্বাক্ষর রয়েছে। তিনি গত ১ সেপ্টেম্বর সেখানে মারা যান। এছাড়া দেড় বছর বিদেশে থাকা মাহাবুব হক, ২ বছর বিদেশে থাকা আবুল খায়ের ও আবুল কাশেম, খাগড়াছড়ির রামগড়ে থাকা মাকসুদা আক্তারের স্বাক্ষর রয়েছে। তারা স্বাক্ষর দেননি বলে তদন্ত কর্মকর্তাকে জানান। এছাড়া ইউনুস মিয়া টিপসই দেননি বলে জানান। পারভীন বেগম, সাহিদা বেগম, আবুল কাশেম ও ৩দিন আগে মালয়েশিয়া যাওয়া মো: ইউসুফ স্বাক্ষর করেছেন বলে তদন্তে পাওয়া যায়। ভোটারের স্বাক্ষর জাল থাকায় আবদুস সাত্তার মজুমদারের মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

  • চৌদ্দগ্রাম