চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রধান শিক্ষক মোকাররম হোসেন আপনের আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাহউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আবদুল হাই পাটোয়ারী, ৩নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়াল ভুঁইয়া সোহেল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মিয়াজী। আলোচনা সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনপদে শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে পারলেই সামগ্রিক উন্নয়ন সম্ভব। স্বপ্নের সোনার বাংলা গড়তে যোগ্য মানুষ তৈরি করার প্রচেষ্টা দরকার। প্রধান শিক্ষক মোকাররম হোসেন আপন শিক্ষকের শূণ্যপদ পূরণসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে পাঠদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • চৌদ্দগ্রাম