চৌদ্দগ্রামে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু সচেতনতায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত সোমবার লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, আরএমও ডাঃ তৌফিকুল আলম তারেক, এমওডিসি ডাঃ আল রায়হান পাটোয়ারী, স্যানেটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ-.বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন। ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রæত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন। মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করুন। বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম রাখতে পারেন সঙ্গে। সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করতে পারেন। যেখানে সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়। অন্যদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহার করতে পারেন। এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে।

  • চৌদ্দগ্রাম