ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ এর ব্যাপক ক্ষয়ক্ষতি

লেখক: Sohel Islam
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কারনে উপজেলার ষাইটশালা, মিরপুর, চান্দলা, শশীদল, বাগড়া, সিদলাই, বারেশ্বর, আসাদনগর, গোপালনগর, বড়ধুশিয়া এবং সাহেবাবাদ এলাকায় বিদ্যুৎতের মেইন লাইনের ৩ টি খুঁটি ভেঙে যায়। এছাড়া ১৫০ টি স্থানে কয়েক হাজার গাছের ঢালা ভেঙে পড়ে বিদ্যুৎতের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার দুপুরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবারের ঘূর্ণিঝড়ের কারণে ব্রাহ্মণপাড়ার আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক লক্ষ টাকার বিদ্যুতের ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দিনব্যাপী পল্লী বিদ্যুতের লাইনম্যানরা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রæততম সময়ের মধ্যে পুঃণসংযোগ দেওয়া হচ্ছে।

  • ব্রাহ্মণপাড়া