কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়ায়) ৫ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলীয় প্রার্থী ৯ জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন এবং বিএনপি’র একজন সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বিভিন্ন দলের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর খান চৌধূরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শওকত মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভুইয়া রুমি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল জলিল, জাতীয় পার্টি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গণফোরামের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আলীমুল এহসান রাসেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় পরিষদের নির্বাহী ও কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতী বাকি বিল্লাহ আল আযহারী।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া